১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহে অসহায় পথশিশুদের মাঝে পুনাকের নতুন জামা বিতরণ
৯, মে, ২০২১, ৮:০৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিসঃ

আসছে ঈদকে সামনে রেখে ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় ও ছিন্নমূল পথ শিশুদের মানুষের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ও পুলিশ সুপার পতœী কানিজ আহমারের পে রবিবার বিকালে রেলওয়ে স্টেশন চত্বরে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ( সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ শাহজাহান মিয়া ও জয়িতা শিল্পী ( সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) এই নতুন জামা বিতরণ করেন।

এ সময় অুিতরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া বলেন, সুবিধাবঞ্চিত, অসহায় পথশিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নতুন জামা কাপড় বিতরণের উদ্যোগ গ্রহণ করে। করোনা মহামারিতে সুবিধাবঞ্চিত কোমলমতি পথশিশুদের নতুন জামা কাপড় দিতে পেরে আমরা আনন্দবোধ করছি।
এর আগেও অসহায়, দরিদ্র, বেকার, কর্মহীন মানুষের পাশে করোনাকালীন ও শীতকালে নতুন, জামা, গরম কাপড় ও কম্বল বিতরণ করে পুনাক সভানেত্রী। এ সময় ডিবির ওসি শাহ কামাল আকন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।