স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার এর উদ্যোগে ১১মে মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে ৫ শতাধিক নারী ও পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী,লুঙি ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য মানবাধিকার সংগঠক ও মহিলা আওয়ামী লীগ নেত্রী স্বপ্না খন্দকার বিগত বছর করোনা প্রাদুর্ভাবের সময় সাময়িক কর্মহীন,হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ৩ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছিলেন।
তারই ধারাবাহিকতায় এবারও পুরো রমজান মাসজুড়ে স্বপ্না খন্দকারের ব্যক্তিগত উদ্যেগে করোনায় ক্ষতিগ্রস্ত
অসহায় কর্মহীনদের মাঝে রমজান মাসে খাদ্য উপহার বিতরণ করা হয় এবং ঈদের প্রারম্ভে ৫ শতাধিক নারী-পুরষের মাঝে শাড়ী-লুঙি সহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মানবাধিকার নেত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার গণমাধ্যমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার আহবানে উদ্ধুদ্ধ হয়ে করোনাকালীন সময়ে ও পবিত্র রমজান মাসে রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই সাময়িক কর্মহীন,হতদরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত ও অসহায় মানুষকে খাদ্য উপহারসামগ্রী,সুরক্ষাসামগ্রী ও ঈদ উপহারসামগ্রী প্রদান করছি। পরম করুনাময় আল্লাহ তওফিক প্রদান করলে আমার এই সামজিক কার্যক্রম সবসময় অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।