১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করলেন শরীফ আহমেদ
১১, মে, ২০২১, ৮:৪৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার =

১১ মে মঙ্গলবার ময়মনসিংহ নগরীর লেডিস ক্লাব মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসচ্ছল পরিবারকে ইদ উপহার প্রদান করা হয়। উপহার প্রদান করেন শরীফ আহমেদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান উপস্থিত ছিলেন।

এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, গনপুর্ত বিভাগের প্রকৌশলী বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগেও প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি করোনা মহামারি শূরু থেকে কর্মহীন হয়ে পড়া লক্ষাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা দিয়েছেন ।