১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, সারা বাংলা ফিলিস্তিনদের ওপর হামলা মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন । ……. বিরোধীদলীয় নেতা।
১২, মে, ২০২১, ৪:২৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

ফিলিস্তিনদের ওপর হামলা মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন ।
……. বিরোধীদলীয় নেতা।

ঢাকা:বুধবার
২৯ বৈশাখ ১৪২৮
১২ মে ২০২১

ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গনে সহিংসতা ও অধিকৃত পশ্চিম তীর এবং গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন,গত কয়েকদিন ধরে মুসল্লীদের ওপর হামলার পর আল আকসা মসজিদ কম্পাউন্ডে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।যা মানবাধিকার, মানবিক মানদণ্ড এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন,জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার থাকলেও উপাসনার সময় রাষ্ট্রীয় কোনো বাহিনীর এভাবে হামলার নজির কেবল ইসরায়েলই সম্ভব। ইসরায়েলের সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও গুরুত্বপূর্ন এবং শক্তিশালী ভূমিকা নিতে হবে।এমন হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধভাবে জোড়ালো প্রতিবাদের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ।

বার্তা প্রেরক,
মো: মামুন হাসান,
মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,
বাংলাদেশ জাতীয় সংসদ।