ময়মনসিংহ অফিসঃ
ঈদ-উল-ফিতর উপলক্ষে ৭নং চরনিলক্ষীয়া ইউনিয়ন পরিষদ সহ সকলকে ঈদ -উল ফিতরের শুভেচ্ছা
মোঃ ফারুকুল ইসলাম রতনের ঈদের শুভেচ্ছাশুভেচ্ছাবার্তা।।।ঈদের শুভেচ্ছা।
সূধী, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
পবিত্র ঈদ-উল- ফিতর, বিশ্বের মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। এ উৎসবে সকল ভেদাভেদ ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহা মিলন ঘটায় ও সৃষ্টি করে পরস্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী গরীব, উচু নিচু, নির্বিশেষে সব মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে শান্তি ও সম্পৃতির চেতনা দান করে। এই পবিত্র দিনে আনন্দ উৎসবে ভরে উঠুক সকলের মনপ্রান। সকল ভেদাভেদ ভুলে গিয়ে গরীব দুঃখী ও অসহায় মানুষের পাশে দাড়াইই।
করোনাকালীন মানবিক মহাবিপর্যয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করি।
করোনাকালীন দুর্যোগপূর্ণ সময়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি সকলে মেনে চলুন। এ আধাঁর অচিরেই কেটে যাবে।