গৌরীপুর প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। করোনা চিনিয়েছে বিশ্বের প্রতিটি দেশ ও অঞ্চল। বিশ্ব কি। করোনা কি। সার্বক্ষণিক ধারণা দিয়ে যাচ্ছে। আমরা অবশ্যই যথাযত স্বাস্থ্য বিধি মেনে চলব।এই করোনাকালীন সময়ে এসেছে পবিত্র ঈদ-উল ফিতর। পবিত্র ঈদ-উল-ফিতর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। ঈদ-উল-ফিতর এর এই আনন্দঘন মুহুর্তে দূর হয়ে যাক সকল অনৈক্য, মতবিরোধ ও বিভেদ।
গৌরীপুর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক, দৈনিক খবর প্রতিনিধি, তথ্য প্রতিদিনের সহ সম্পাদক, দৈনিক তৃতীয় মাত্রার বিশেষ প্রতিনিধি, দেশের খবরের ষ্টাপ রিপোটার, ময়মনসিংহ প্রতিদিনের ষ্টাপ রিপোটার, শামীম খান এর পক্ষ থেকে উপজেলার সাংবাদিক ও সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের অগ্রীম শুভেচ্ছা। ঈদ মোবারক।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল