মারুফ হোসেন কমলঃ
ময়মনসিংহ ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জনকারী ও সফল টি আই (এডমিন) কাজী আসাদুজ্জামানের অান্তরিক প্রচেষ্টায় ও টি আই মোঃমাসুদ রানার সহযোগিতায় ময়মনসিংহ শহরের যানজটপ্রবন গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রী সাধারনের সুবিধার্থে রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে। এখন এ সব পয়েন্টে রোড ডিভাইডার থাকায় জনসাধারনের ভোগান্তি লাঘব হয়েছে এবং নাগরিক সুবিধা বৃদ্ধি পেয়েছে।শহরের যানজট এখন অনেকাংশেই কমে গেছে।
চৌকস কর্মকর্তা কাজী আসাদুজ্জামান ময়মনসিংহ ট্রাফিক বিভাগের উন্নয়নের রুপকার ও ট্রাফিক বিভাগের গর্ব। বিদ্যাময়ী স্কুলের সামনে,বাতির কল মোড়,ব্রীজ মোড় ও চরপাড়া মোড়ে ডিভাইডার স্থাপন করায় ময়মনসিংহ মহানগরীর নগারিকবৃন্দ স্বস্তির নিঃ,শ্বাস ফেলছে। তিনি সেরা ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে ইতিমধ্যে তার নামের প্রতি সুবিচার করতে সমর্থ হয়েছেন। তথ্যপ্রতিদি. কম