১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচজনকে কারাদণ্ড
২৪, মে, ২০২১, ৬:৩৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুরঃ

ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

এর আগে সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম গৌরীপুর পৌর শহরে অভিযান চালিয়ে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচজনকে আটক করে। এ সময় তাদের তল্লাশি করে ৩০০ গ্রাম গাঁজা ও ১৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
পরে আটককৃত পাঁচ জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দণ্ডপ্রাপ্তরা হলেন পৌর শহরের মোমিনপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মোঃ আলাদিন (৩৩) ১ বছর কারাদণ্ড, মোমিনপুর গ্রামের মৃত সালামের ছেলে মোঃ নাইম (২৫) ৬ মাস কারাদণ্ড, কলেজ রোড মহল্লার ইসলাম উদ্দিন সওদাগরের ছেলে মোঃ রুহুল আমিন রুবেল (৩০) ৬ মাস কারাদণ্ড, কালিপুর মধ্যম তরফ মহল্লার আব্দুছ ছাত্তারের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন হৃদয় (২৫) ১ বছর কারাদণ্ড ও কালীপুর মধ্যমতরফ মহল্লার মোঃ মোতালেব চৌধুরীর ছেলে মোঃ মহিউদ্দিন চৌধুরী সজীব (৩৩) ৮ মাস কারাদণ্ড। এছাড়াও দণ্ডপ্রাপ্ত পাঁচ জনের মাঝে মোঃ সাজ্জাদ হোসেন হৃদয়কে ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিন কারাদÐ ও বাকি চারজননের প্রত্যেককে ১ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৭ দিন কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।