১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত
২, জুন, ২০২১, ৪:২৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান , গৌরীপুরঃ

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত পক্ষকালব্যাপি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বুধবার (২ জুন) দুপুর ১২টায় পৌরসভা হল রুমে অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও লাইসেন্স পরিদর্শক সিবিএ নেতা আতাউর রহমান আতার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- প্যানেল মেয়র-১ মোঃ নাজিম উদ্দিন, পৌরসভা ভ্যাক্সিনেটর সুপারভাইজার (এমপিআই) উম্মে জহুরা, ব্যাক গৌরীপুর (স্বাস্থ্য) ম্যানেজার প্রত্যয় কুমার সরকার, এডরা বাংলাদেশ, গৌরীপুর, ট্রেইনার নাসরীন আক্তার, সূর্যের হাসি ক্লিনিক, গৌরীপুর, সোনিয়া বিলকিছ প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন, গৌরীপুর পৌরসভার প্যানেল চেয়ারম্যান-২ সংরক্ষিত মহিলা আসন-১ দিলুয়ারা আক্তার, প্যানেল চেয়ারম্যান-৩ সংরক্ষিত মহিলা আসন-২ মোছাঃ রোজিনা আক্তার চৌধুরী, সংরক্ষিত মহিলা আসন-৩ সালেহা আক্তার।
পৌর কাউন্সিলর ১নং ওয়ার্ড আব্দুর রউফ মোস্তাকিম, ২নং দেলোয়ার হোসেন বাচ্চু, ৩ নং ওয়ার্ড মাসুদ মিয়া রতন, ৪নং ওয়ার্ড নুরুল ইসলাম, ৫নং ওয়ার্ড জিয়াউর রহমান জিয়া, ৬ নং ওয়ার্ড এমরান মুন্সি, ৮ নং ওয়ার্ড সাদেকুর রহমান, ৯ নং ওয়ার্ড আরিফুল ইসলাম ভূইয়া।

পৌরসভার ভ্যাক্সিনেটর সুপারভাইজার (এমপিআই) উম্মে জহুরা জানান- পৌর সভায় ০৯টি ওয়ার্ডে ২৪টি টিকাদান কেন্দ্রে ০৬-১১ মাস বয়সী ৩৬৮জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩ হাজার ৭৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।