আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম 'বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা' (Ecosystem Restoration)। পরিবেশের সুন্দর অতীত ফেরানো সম্ভব না হতে পারে, কিন্তু আমরা গাছ লাগাতে পারি, আমাদের আশেপাশের শহরকে আরও সবুজ করতে পারি, বাড়ির বাগান পুনর্নির্মাণ করতে পারি, নিজেদের ডায়েট পরিবর্তন করতে পারি এবং নদী ও উপকূল পরিষ্কার রাখতে পারি।
আসুন, উদ্বিগ্ন না হয়ে পরিবেশের সচেতনতার বিষয়ে সক্রিয় হয়ে উঠি সবাই। সবাই মিলে সবার জন্য যত্নে রাখি পরিবেশ।
বনজ, ফলজ ও ওষধি গাছ রোপণ করলে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হবো, দেশ পরিবেশগত ভাবে উন্নত হবে।
রাসুলুল্লাহ সাঃ বলেছেন, যখন কোনো মুসলিম গাছ লাগায়, অথবা কোনো ফসল বোনে, আর মানুষ, পাখি বা পশু তা থেকে খায়, এটা রোপণকারীর জন্য সদাকাহ হিসেবে গণ্য হয়। (সহীহ বুখারী, হাদীস ২৩২০)
রাসুলুল্লাহ সাঃ আরেক হাদিসে বলেন, ‘কিয়ামাত কায়েম হয়ে গেলেও তোমাদের কারো হাতে যদি কোনো গাছের চারা থাকে এবং সে তা এর আগেই রোপন করতে সক্ষম হয়, তবে যেন তা রোপন করে ফেলে। (আহমাদ, হাদীস ১২৯৮১)
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল