১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর মুক্তিযোদ্ধাদের প্রতি চা দোকানি হারুনের ভালোবাসা
৫, জুন, ২০২১, ৬:১৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুরঃ

চা দোকানি হারুন অর রশিদ (২৩)। চা বিক্রির আয়ে সংসার ও ছোট বোনের পড়াশোনার খরচ চালান টানাটানি করে। তবে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন তিনি। ঘোষণা দিয়েছেন তার দোকানে চা পান করতে আসা মুক্তিযোদ্ধাদের চা বিল ৫০% ছাড় দেয়ার।

হারুন অর রশিদ বলেন দোকানের প্রচার নয়, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে নিজের সামর্থ্যরে মধ্যে কিছু করার চেষ্টা করেছি। মুক্তিযোদ্ধারা দোকানে চা পান করতে আসলে নিজেকে ধন্য মনে করবো।
জানা গেছে অভাবের তাড়নায় হারুনের পড়াশোনা বেশিদূর এগোয়নি। সংসারের হাল ধরতে ৬ বছর আগে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কালীখলা মহল্লায় ‘হারুন টি হাউজ’ নামে চায়ের দোকান খোলেন হারুন। ব্যতিক্রমী গ্রাহক সেবা ও প্রতি বছর সেরা চা গ্রাহকদের সম্মননা দিয়ে হারুন টি হাউজ বশ পরিচিতি লাভ করে। এরই ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে এই ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেন হারুন।
গতকাল বৃহস্পতিবার রাতে হারুন টি হাউজে চা চক্রে আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অতিথি থেকে বীরমুক্তিযোদ্ধা প্রবীণ আইনজীবি আবুল কালাম মুহাম্মদ আজাদ ও শহীদ পরিবারের সদস্য প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেন। এসময় অতিথিদের চা আপ্যয়নের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের চায়ের বিল ৫০% ছাড় দেয়ার ঘোষণা দেন হারুন।
হারুনের দোকানে প্রতি কাপ চায়ের দাম ৫ টাকা। তবে ৪ জুন থেকে চলতি বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত সকল মুক্তিযোদ্ধাদের জন্য চায়ের বিল ৫০% ছাড় দেয়া হবে। মুক্তিযোদ্ধারা যদি আমন্ত্রণে সাড়া দিয়ে দোকানে চা পান করতে আসেন তাহলে নিজেকে ধন্য মনে করবেন হারুন এমনটাই জানিয়েছেন তিনি।
বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ বলেন হারুনের আমন্ত্রণে সাড়া দিয়ে আমি তার দোকানে চায়ের আড্ডায় মিলিত হয়েছি। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও বিরল ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে সে যে উদ্যোগ নিয়েছেন সেটা অত্যন্ত প্রশংসনীয়। গৌরীপুরের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি হারুনকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু বলেন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি কতটা আবেগ ও ভালোবাসা থাকলে একজন চা দোকানি এই ধরণের উদ্যোগ নিতে পারে সেটা ভাবতেই আনন্দে চোখে জল এসে যায়। স্বাধীনতার ৫০ বছর পর হারুনের মাঝে মুক্তিযুদ্ধের যে চেতনা ফুটে উঠেছে সেটা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়–ক এটাই প্রত্যাশা।

হারুনের বাড়ি গৌরীপুর পৌর শহরের সতীষা মহল্লায়। সে ওই মহল্লার আব্দুল জব্বারের ছেলে। তাদের ছয় ভাই বোনের মধ্যে চার ভাইবোন বিয়ে করে আলাদা হয়েছে। বর্তমানে মা-বাবা ও অনার্স পড়–য়া এক বোনকে নিয়ে হারুনের সংসার। হারুনের চা বিক্রির আয়ে চলে সংসার ও বোনের পড়াশোনার খরচ।