১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে মৎস্য সম্প্রসারণ কর্মীদের বাইসাইকেল প্রদান
৭, জুন, ২০২১, ৩:১৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান (ময়মনসিংহ)

ময়মনসিংহের গৌরীপুরে মৎস্য চাষে প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় সোমবার (৭ জুন) দুপুরে স্থানীয় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার দশটি ইউনিয়নে স্থানীয় ১০ জন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
এ সাইকেল প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত-এ-হুর, উপজেলা খামার ব্যবস্থাপক শামীমা সুলতানা প্রমুখ।
এসময় স্থানীয় তিন মৎস্য চাষীকে পাঙ্গাস কার্প, গলদা কার্প ও শিং চাষ আরডি প্রদর্শনীর সাইনবোর্ড বিতরণ করা হয়। #