১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহ রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসাবে শাহ আবিদ হোসেনের যোগদান
৭, জুন, ২০২১, ৪:৩১ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিসঃ

ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে শাহ আবিদ হোসেন বিপিএম (বার) রবিবার ৬ জুন যোগদান করেছেন। নবাগত অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন ময়মনসিংহে এলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ (বিপিএম)।
এ সময় ময়মনসিংহ রেঞ্জের বিদায়ী অতিরিক্ত ডিআইজি ডঃ মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ ও পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ ফারুক হোসেনসহ রেঞ্জ অফিসের উর্দ্ধতন কমকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন এর আগে ময়মনসিংহের পুলিশ সুপার হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এই সময়ে তিনি পুলিশ লাইন্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উল্লেখযোগ্য ভাষনখচিত বঙ্গবন্ধুর ম্যুরাল চেতনা অম্লান তৈরি করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।