১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন ইতালিতে জন্মদিন পালন করবেন ঐশ্বরিয়া রাই
৩১, অক্টোবর, ২০১৯, ১১:১৪ অপরাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন
আগামীকাল শুক্রবার ৪৬ বছরে পা দেবেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। গত কয়েক বছর ধরে তার জন্মদিনে সপরিবার ছুটি কাটান তিনি। তাই এবারও হয়নি তার ব্যতিক্রম।
ভ্যাটিকান সিটিতে ঐশ্বরিয়া জন্মদিন পালন করবেন বলে শোনা যাচ্ছে। সোমবার রাতে তাদের রওনা হওয়ার কথা। অবশ্য ইতালিতে যাওয়ার আরও একটি উদ্দেশ্য রয়েছে।
আন্তর্জাতিক একটি ব্র্যান্ডের ঘড়ির সঙ্গে ২০ বছর ধরে যুক্ত রয়েছেন অভিষেকের স্ত্রী। সেই সুবাদে ওই ব্র্যান্ডের তরফে একটি অনুষ্ঠান রয়েছে ৩০ অক্টোবর। সেখানে যাবেন তিনি। সূত্র: আনন্দবাজার পত্রিকা