১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ৬ জুয়ারী গ্রেফতার
৮, জুন, ২০২১, ৬:৫৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

জহির রায়হান : ময়মনসিংহ র‌্যাব-১৪’র অভিযানে ৬ জুয়ারী গ্রেফতার হয়েছে। গত ৭ জুন ময়মনসিংহ নগরীর কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস, নগদ টাকা-২,৯৯৯/- টাকা ও মোবাইল-০১টি উদ্ধার করা হয়।
মেজর আখের মুহম্মদ জয় জানান, ৭ জুন ২০২১ইং ময়মনসিংহ নগরীর কান্দাপাড়া এলাকায় জুয়ারী টাকার বিনিময়ে তাস ব্যবহার করে জুয়া খেলাকালীন অবস্থায় র‌্যাব-১৪ অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ এবাদুল ইসলাম (৩৮),  মোঃ বাবলু (৪২), মোঃ রুবেল মিয়া (২৮), মোঃ খায়রুল ইসলাম (৩০), মোঃ রমজান মিস্ত্রি (৬৬), মোঃ জুয়েল (২৯)-কে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ০২ ব্যান্ডিল তাস ও নগদ ২৯৯৯/- টাকা, ০১টি প্লাষ্টিকের বস্তা, ০১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। এব্যাপারে র‌্যাব বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
জানা যায়, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ  বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।