শামীম খান (ময়মনসিংহ)
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিভিন্ন এলাকা থেকে গাঁজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে বিভিন্ন মেয়াদে ৩ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে। উদ্ধারকৃত ৫৫০ গ্রাম গাঁজা বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (৮জুন ) দুপুরে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। আটককৃতরা হলেন উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে মোঃ আবু তালেব(৪০) কে ৮ মাসের জেল ও ১৫০০ জরিমানা, বোকাইনগর ইউনিয়নের নাহড়া গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে শওকত আকবর শরীফ (৪৬) কে ৩ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা, পৌর শহরের গোলক এলাকার মৃত আছিম উদ্দিনের ছেলে মিন্টু মিয়া (৩৮)কে ১ বছরের জেল ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন কুমার সূর।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল