ময়মনসিংহ অফিসঃ
আজ ০৯/০৬/২০২১ বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে মসিকের বর্ধিত ট্যাক্স প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল,মসিক কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান করা হয়। মসিকের শাহাবুদ্দিন মিলনায়তনে জাতীয় পার্টির পক্ষ থেকে স্মারকলিপি প্রদানোত্তর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সর্বশেষ এসেসমেন্টে নির্ধারিত হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
মতবিনিময়কালে সময় মেয়র টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় আমরা পেয়েছি ময়মনসিংহ বিভাগ, পরবর্তীতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন | এসময় তিনি জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ সদর আসনের এমপি বেগম রওশন এরশাদের অবদানের কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন,সিটি এলাকার আয়তন বহুগুন বৃদ্ধি হয়েছে এবং পূর্বের তুলনায় অধিক জনবল নিয়ে কাজ করতে হচ্ছে | অনেক কর্মকর্তা নগরবাসীর সেবা নিশ্চিতে প্রেষণে কাজ করছেন |এতে সিটি কর্পোরেশনের ব্যয়ও বৃদ্ধি পেয়েছে |
মেয়র টিটু আরো জানান, সিটির উন্নয়নে যেসব উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় তাতে মোট বরাদ্দের ১০-২০ ভাগ কন্ট্রিবিউশান মানি প্রদান করতে হয় যা সিটি কর্পোরেশনের রাজস্ব থেকে পরিশোধ করতে হয় | আগামীতে বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুতায়ন, স্যানিটেশন ইত্যাদি প্রকল্পে দেড় শত থেকে তিন শত কোটি টাকা খরচ হবে, যা নাগরিকগণের ট্যাক্স থেকে পরিশোধ করা হবে |
এ সভায় জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ হোল্ডিং ট্যাক্স হ্রাস করে তা পুননির্ধারণ এবং আপত্তি ফর্মের মূল্য হ্রাসকরণের দাবীর স্বপক্ষে বক্তব্য উপস্থাপন করেন। প্রাপ্ত স্মারক ও উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য বিবেচনা করে মেয়র মহোদয় জানান, আগামী ১০ দিনের মধ্যে রাজস্ব কামিটি ও রিভিউ কমিটির কাছ থেকে সংক্ষিপ্ত প্রস্তাবনা নিয়ে সিটি কর্পোরেশনের পরিষদের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স পূনঃনির্ধারণ এবং আপত্তি ফরমের মূল্য হ্রাসের বিষয়ে সক্রিয় বিবেচনা করা হবে |
উপরোক্ত কর্মসূচীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডাঃ কে আর ইসলাম, মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সেলিম, জেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান আরজু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা সহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল