জহির রায়হান, ময়মনসিংহ :
ময়মনসিংহে র্যাব-১৪ এর অভিযানে ৮ জুয়ারী গ্রেফতার হয়েছে। গত ৮ জুন গৌরীপুরের কাশিয়ারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ বান্ডিল তাস, নগদ ৩ হাজার ৫শ’ ৩০ টাকা এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।
মেজর আখের মুহম্মদ জয় জানান, র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ০৮ জুন ২০২১ইং র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ময়মনসিংহ গৌরীপুরের কাশিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলাকালীন অবস্থায় মো: মোবারক হোসেন (৩৫), মো: আফাজ উদ্দিন (৩৮), মো: জুলহাস (২১), মো: আলামিন মিয়া (২৬), মো: সোহাগ মিয়া (৩০), মো: রিটন মিয়া (২৭), মো: মাসুদ (২৬), মো: রুহুল আমিন (২৭)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের হেফাজত হতে ৩ বান্ডিল তাস ও নগদ ৩ হাজার ৫শ’৩০ টাকা ও ০১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। এব্যাপারে র্যাব বাদী হয়ে গৌরিপুর থানায় মামলা দায়ের করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল