২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন ৩ দিনে এক মিলিয়ন ভিউ
৩১, অক্টোবর, ২০১৯, ১১:৩৫ অপরাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন
কয়েকজন তরুণ-তরুণীকে নিয়ে নির্মিত নাটক ‘মিশন বরিশাল’ প্রকাশের তিন দিনের মাথায় এক মিলিয়নের বেশি দর্শক দেখেছেন। নাটকটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
নাটকটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। প্রযোজনা করেছে টার্ন প্রোডাকশন।
নাটকটি দেখা যাবে অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ের জনপ্রিয় প্ল্যাটফরম লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে। গেল ২৪ অক্টোবর সেখানে ‘মিশন বরিশাল’ প্রকাশ করা হয়।
নাটকটি নিয়ে নির্মাতা অমি বলেন, দর্শকদের বিনোদন দেয়ার জন্য মূলত নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটক দেখার পর দর্শক যেন না বলে সময় নষ্ট গেল।
নাটকে প্রেমিকা সাফা কবিরকে বিয়ের আসর থেকে তুলে নিতে ঢাকা থেকে রওনা দেন অভিনেতা তৌসিফ। সহযোগিতা করেন বন্ধু শামীম হাসান সরকার, তার প্রেমিকা সারিকা সাবা ও বন্ধু পলাশ।
শামীম-সাবার তুমুল প্রেমে বাগড়া দিতে থাকেন পলাশ। বিপত্তিও বাধে। অচেনা স্থান ভোলায় পৌঁছে সাফাকে খুঁজতে গিয়ে বেকায়দায় পড়েন তৌসিফ-পলাশ।