জহির রায়হান, ময়মনসিংহ :
কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন সইলহাটি বাজার এলাকা থেকে বিপুল পরিমান অবৈধ বিড়িসহ মোঃ শাহাদাৎ হোসেন উৎপল নামে এক জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। সে দীর্ঘদিন যাবত কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় নকল স্টিকারযুক্ত অবৈধ বিড়ি ক্রয়-বিক্রয় করে আসছে।
সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ১৩ জুন ২০২১খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪’র একটি বিশেষ আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন সইলহাটি বাজার এলাকায় আলী আকবরের গোডাউনে অভিযান পরিচালনা করে সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের জন্য মজুদ করা ১২ লাখ ৬০ হাজার শলাকা মিরাজ বিড়িসহ আসামী মোঃ শাহাদাৎ হোসেন উৎপল (৩০)-কে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় নকল স্টিকারযুক্ত অবৈধ বিড়ি ক্রয়-বিক্রয় করে আসছে। এই সমস্ত অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল