জহির রায়হান, ময়মনসিংহ :
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪৮৫টি নকল স্ট্যাম্পসহ মোঃ আসাদুজ্জামান (৩২) ও মোঃ রফিকুল ইসলাম (৩৩) নামে দুই জনকে গ্রেফতার করছে র্যাব-১৪। এ সময় তাদের হেফাজত থেকে ৩টি নকল সীল, ১ টি এন্ড্রয়েড মোবাইল সেট ও নগদ টাকা জব্দ করা হয়।
সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এবং এএসপি মোঃ আব্দুল হান্নান জানান, ১৩ জুন ২০২১খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, এর একটি বিশেষ আভিযানিক দল ময়মনসিংহ জেলার নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জামান লাইব্রেরি ও স্টেশনারি থেকে ২১০টি এবং মামুন কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট থেকে ২৭৫টি সহ সর্বমোট ৪৮৫টি নকল রেভিনিউ স্ট্যাম্পসহ মোঃ আসাদুজ্জামান (৩২) ও মোঃ রফিকুল ইসলাম (৩৩)-কে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ৩টি নকল সীল, ১ টি এন্ড্রয়েড মোবাইল সেট ও নগদ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় সরকারী শুল্ক ও কর ফাঁকি দিয়ে নকল রেভিনিউ স্ট্যাম্প ক্রয়-বিক্রয় করে আসছে। এই সমস্ত অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে; যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।