জহির রায়হান, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ফেরারী আসামীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। সে দীর্ঘ ২৯ বৎসর যাবৎ নিজ পরিচয় গোপন করে দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে অস্ত্র, জঙ্গি, মাদক, সন্ত্রাস, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারকচক্র, অপহরণ, খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরণের কর্মকান্ড প্রতিরোধের জন্য দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় গত ১৩ জুন ২০২১ ইং র্যাব-১৪ ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানাধীন কাঞ্চনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার মামলা নং-১১, তারিখ-১০/১২/৯২, জিআর নং-৯৭(২)৯২, ধারা-৩৯৫ পেনাল কোড এর সাজাপ্রাপ্ত ফেরারী আসামী তারাকান্দা (পূর্বের ফুলপুর থানা) কুঠুরাগাঁও গ্রামের হাসেম (৫৩) ময়মনসিংহকে সাজাপ্রাপ্ত পরোয়ানা মূলে গ্রেফতার করেন। তিনি দীর্ঘ ২৯ বৎসর যাবৎ নিজ পরিচয় গোপন করে দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন। গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল