১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে র‌্যাব-১৪’র অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৯, জুন, ২০২১, ১০:৪৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

জহির রায়হান, ময়মনসিংহ :

ময়মনসিংহের দাপুনিয়া উপজেলা থেকে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এ সময় তার হেফাজত হতে ১টি মোবাইল সেট ও নগদ ৫শ’৫০টাকা উদ্ধার করা হয়।
জানা যায়, র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ  বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় ১৯ জুন ২০২১ইং র‌্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মেজর আখের মুহম্মদ জয়, র‌্যাব-১৪, সিপিএসসি এর নেতৃতে ময়মনসিংহের দাপুনিয়া বাজার হতে মোঃ সবুজ হোসেন (২৪)-কে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে ০১ কেজি গাঁজা, ০১টি মোবাইল সেট, ও নগদ ৫৫০ টাকা সহ উদ্ধার করা হয়। এ প্রেক্ষিতে র‌্যাব বাদী হয়ে ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার মামলা দায়ের করেন।