ময়মনসিংহ অফিস :
আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই স্লোগানে দ্বিতীয় পর্যায়ে ময়মনসিংহ সদর উপজেলার ১১ ইউনিয়নে ৭৫ দরিদ্র গৃহহীন পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহার। শনিবার (২০জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দরিদ্র-আশ্রয়হীন ৭৫পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও দলিল তুলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
এর আগে সদর উপজেলা পরিষদের আয়োজনে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানে প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিং অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন সদর উপজেলা প্রশাসন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গৃহহীন পরিবারের হাতে ঘরের দলিল ও নামজারী সহ প্রয়োজনীয় কাগজ পত্র তুলে দেন জেলা প্রশাসক এনামুল হক। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউছুফ খান পাঠান, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান,মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল,
উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, সহকারী কমিশনার ভূমি সুরাইয়া আক্তার লাকী,
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষে তার প্রতিনিধি জাতীয় পার্টির মহানগর শাখার সভাপতি জাহাঙ্গীর আহমেদ, কোতুয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,মহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল আওয়াল সেলিম,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম খোকন,জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক শফিকুল আলম তপন,সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।
উল্ল্যেখ- আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্য বাস্তবায়নে সারাদেশে আবারও দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই করে দিতে সরকারী খাস জমি উদ্ধার করে তাদের জন্য ঘরের মালিকানা দলিল ও নামজারী সহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরী সহ ঘর নির্মান করে দেওয়ার নির্দেশনার পর থেকে দ্বিতীয় পর্যায়ের এসব ঘর নির্মান কাজের জন্য প্রয়োজনীয় জমি নির্ধারণ করে গৃহহীনদের জন্য ঘর নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। সঠিক মাপ,কাজের গুণগত মান নিয়ন্ত্রণসহ স্বচ্চ ও দুর্ণীতিমুক্ত পরিবেশে এই ঘর নির্মান কাজে সার্বক্ষণিক তদারকি করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন,উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড সুরাইয়া আক্তার লাকী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,সংশ্লিষ্ট ইউনিয়নের কর্মরত ভূমি সহকারী কর্মকর্তাগণ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা।প্রধানমন্ত্রীর মানবিকতায় এসব ঘর পেয়ে আশ্রয়হীন লোকগুলো আবেগে আপ্লোত হয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ও কৃতজ্ঞতা জানানো সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।