৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ গণমাধ্যম টঙ্গী থানা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি হেলাল উদ্দিন সম্পাদক মোহাম্মদ আলী ভুইয়া নির্বাচিত
১, নভেম্বর, ২০১৯, ১১:৩৯ পূর্বাহ্ণ -

শেখ রাজীব হাসান,গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের টঙ্গীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে টঙ্গী থানা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানা সংলগ্ন টঙ্গী থানা প্রেসক্লাবের হলরুমে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। উক্ত নির্বাচনে টঙ্গী থানা প্রেসক্লাবের ৩৫জন সদস্যের মধ্যে ৩৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে একজন ভোটার তার ভোট প্রদান থেকে বিরত ছিলেন। এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ৯টি পদে ১৫জন প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনে মনির উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। অন্য সদস্যরা হলেন, মো. আবু সালেহ মুসা ও পলাশ প্রধান। উৎসবমুখর এ নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন। সিনিয়র সহ-সভাপতি পদে মাহবুবুল আলম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে মোহাম্মদ রোমান শেখ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী ভূঁইয়া। যুগ্ন সাধারণ সম্পাদক পদে সর্বাধিক ভোট প্যেয়ে নির্বাচিত হয়েছেন অমল চন্দ্র ঘোষ। সাংগঠনিক সম্পাদক পদে মৃণাল চৌধুরী সৈকত এবং লুৎফুজ্জামান লিটন সমান ভোট পাওয়ার তাদের ফলাফল স্থগিত রাখা হয়েছে। কোষাধ্যক্ষ পদে মো. জাকির হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। প্রচার ও দপ্তর সম্পপাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার হোসেন মাস্টার ও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার হোসেন পিন্টু। উক্ত নির্বাচনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামাল হোসেন, সাংবাদিক কাজী রফিক, মোঃ মনসুর, রেজাউল কবির রাজীব, শেখ রাজীব হাসান, জাহাঙ্গীর আকন্দ, মোস্তাকিন খান, ছাত্রলীগ নেতা জুয়েল হোসেন জয়, বশির আলম মাল প্রমুখ।