চীফ রিপোর্টারঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টংগী পুর্ব থানার অভিযানে ২০ জুন রবিবার ২১.৪৫ ঘটিকার সময়ে পুর্ব আরিচপুর সাহারা মার্কেট এলাকা হইতে আসামী মোঃ ফাহিম বিলাহ(৩৫), পিতা মৃত মজিবুল হক, সাং চকডোস, থানাঃবোরহান উদ্দিন, জেলা ভোলা, এপি সাং মিরাশ পাড়া, থানা টংগী পুর্ব, জিএমপি, গাজীপুরকে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল