১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, বিশেষ সংবাদ, ময়মনসিংহ ত্রিশালে মোক্ষপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে যুবলীগ সভাপতি আমিমুর এহসান পারভেজ তালুকদার এগিয়ে।।
২২, জুন, ২০২১, ১১:২৯ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমলঃ

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, মোক্ষপুর ইউনিয়ন যুবলীগের নির্বাচিত সভাপতি  এক এগারোর নেত্রী মুক্তি আন্দোলনের অগ্রপথিক আমিমুর এহসান পারভেজ তালুকদার।

আমিমুর রহমান পারভেজ এর পুরো পরিবার মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত।তিনি ছাত্রজীবন থেকেই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ ছাত্রলীগের লড়াকু সৈনিক হিসেবে রাজপথের লড়াই-সংগ্রাম-আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছেন।বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের জেল-জুলুম-হুলিয়া উপেক্ষা করে দলীয় প্রতিটি কর্মসূচীতে সক্রিয় ছিলেন।


বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়েও তিনি এলাকার সাময়িজ কর্মহীন হতদরিদ্রদের খাদ্য উপহার,আর্থিক সহায়তা প্রদান সহ সকল মানবিক কাজে সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছিন।
তথ্য প্রতিদিনের সাথে এক সাক্ষাৎকারে পারভেজ তালুকদার বলেন ঐতিহ্যবাহী মোক্ষপুর ইউনিয়নের জনগণের সুখে-দুঃখে সর্বদাই পাশে ছিলাম এবং ভবিষ্যতেও অত্র এলাকার কাঙ্খিত উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও কাজ করে যাবো ইনশাআল্লাহ।