জহির রায়হান, ময়মনসিংহ :
ময়মনসিংহ র্যাব-১৪’র পৃথক অভিযানে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রকার অশ্লীল ছবি ও ভিডিও আদান-প্রদান এবং পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, সরবরাহ এবং প্রকাশ্যে প্রদর্শন করার অপরাধে দুইজন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-খাগডহর ঘুন্টি ইউশা এন্টারপ্রাইজ নামক দোকানের মোঃ সুমন মিয়া (২২) ও দাপুনিয়া বাজারের রাসেল টেলিম নামক দোকানের মোঃ রাসেল (৩২)।
২১ জুন ২০২১খ্রি. (সোমবার) র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মেজর আখের মুহম্মদ জয় এর নেতৃত্বে ময়মনসিংহ নগরীর খাগডহর ঘুন্টি ইউশা এন্টারপ্রাইজ নামক দোকানের ভিতর অভিযান পরিচালনা করে মোঃ সুমন মিয়া (২২)কে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে সিপিইউ-১টি, মনিটর-১টি, মাউস-১টি, কিবোর্ড-১টি উদ্ধার করা হয়। অপর এক অভিযানে দাপুনিয়া বাজারস্থ চুরকাইগামী রাস্তার পশ্চিম পাশে রাসেল টেলিম নামক দোকানের ভিতর অভিযান পরিচালনা করে মোঃ রাসেল (৩২)কে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে সিপিইউ-১টি, মনিটর-১টি, মাউস-১টি, কিবোর্ড-১টি, মোবাইল সেট ১টি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায়, “ইউশা এন্টারপ্রাইজ” ও “রাসেল টেলিম” নামক দোকানের ভিতর বিভিন্ন্ প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রকার অশ্লীল ছবি ও ভিডিও আদান-প্রদান করে এবং পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, সরবরাহ এবং প্রকাশ্যে প্রদর্শন করে গনউপদ্রপ সৃষ্টি করে। এব্যাপারে র্যাব বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল