এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ
“দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের কানাইঘাটে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যেগে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা পরবর্তী এক র্যালী বের করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের সভাপত্বি ও যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার আব্দুল আউয়ালের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল্লাহ শাকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ুন কবির, উপজেলা ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন প্রমূখ। সভা শেষে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মুখ হতে এক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে প্রধান গেইটে গিয়ে শেষ হয়। এর পূর্বে রাজস্ব খাতের আওতায় যুব নারীর ক্ষমতায়নে দক্ষতা বৃদ্ধিমুলক পুতিঁর কাজ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মতর্কা বারিউল করিম খান।