শামীম খান, গৌরীপুর।
মার্কেন্টাইল ব্যাংক লি. এর ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক সম্পদ কুমার চন্দকে মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ব্যবস্থাপক হিসেবে তিনি ২০১৬ সালে ময়মনসিংহে যোগদান করেন। তিনি ৬ বছর নিষ্টার সাথে দায়িত্ব পালন করেছেন। টাঙ্গাইল সখিপুর শাখায় তাকে বদলি করা হয়েছে। তার বিদায়বেলায় বিশিষ্ট ব্যবসায়ী শামীম খান ও হাসান জামান হিমেল সংবর্ধনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ শাখার জিবি ইন-চার্জ বিমল চন্দ্র বর্মন, সাংবাদিক আলী হায়দার রবিন, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল