১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, লীড নিউজ, সারা বাংলা সংগ্রাম অর্জন গৌরবে… ৭২ বছরে আওয়ামী লীগ আছে জনগণের পাশে জনগণের সাথে…
২৩, জুন, ২০২১, ৯:৫৩ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

সংগ্রাম অর্জন গৌরবে…
৭২ বছরে আওয়ামী লীগ
আছে জনগণের পাশে জনগণের সাথে…

এক নজরে বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কাউন্সিল (১৯৪৯-২০১৯)
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
কাউন্সিল অধিবেশন ১৯৪৯:(১ম)
সভাপতি- মওলানা আব্দুল হামিদ খান ভাসানী,
সাধারণ সম্পাদক- শামসুল হক।
♣বায়ান্নর ভাষা আন্দোলনে মদদদাতা হিসেবে কারাগারে অন্তরীন অবস্থায়ই শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

কাউন্সিল অধিবেশন ১৯৫৩:(২য়)
সভাপতি- মওলানা আব্দুল হামিদ খান ভাসানী,
সাধারণ সম্পাদক- শেখ মুজিবুর রহমান।

কাউন্সিল অধিবেশন ১৯৫৫:(৩য়)
সভাপতি- মওলানা আব্দুল হামিদ খান ভাসানী,
সাধারণ সম্পাদক- শেখ মুজিবুর রহমান।

কাউন্সিল অধিবেশন ১৯৫৭:(৪র্থ)
সভাপতি- মওলানা আব্দুল হামিদ খান ভাসানী,
পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ, সাধারণ সম্পাদক- শেখ মুজিবুর রহমান।

কাউন্সিল অধিবেশন ১৯৬৪:(৫ম)
সভাপতি -মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ,
সাধারণ সম্পাদক- শেখ মুজিবুর রহমান।

কাউন্সিল অধিবেশন ১৯৬৬:(৬ষ্ঠ)
সভাপতি- শেখ মুজিবুর রহমান,
সাধারণ সম্পাদক- তাজউদ্দীন আহমেদ।

কাউন্সিল অধিবেশন ১৯৬৮:(৭ম)
সভাপতি- শেখ মুজিবুর রহমান,
সাধারণ সম্পাদক- তাজউদ্দীন আহমেদ।

কাউন্সিল অধিবেশন ১৯৭০:(৮ম)
সভাপতি- শেখ মুজিবুর রহমান,
সাধারণ সম্পাদক- তাজউদ্দীন আহমেদ।

কাউন্সিল অধিবেশন ১৯৭২:(৯ম)
সভাপতি- শেখ মুজিবুর রহমান,
সাধারণ সম্পাদক- জিল্লুর রহমান।

কাউন্সিল অধিবেশন ১৯৭৪:(১০তম)
সভাপতি- এ এইচ এম কামরুজ্জামান,
সাধারণ সম্পাদক- জিল্লুর রহমান।

১৯৭৬:
ভারপ্রাপ্ত সভাপতি- মহিউদ্দীন আহমেদ,
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক – বেগম সাজেদা চৌধুরী।)

কাউন্সিল অধিবেশন ১৯৭৭:(১১তম)
সৈয়দা জোহরা তাজউদ্দীন, (সাংগঠনিক কমিটির আহবায়ক)

কাউন্সিল অধিবেশন ১৯৭৮:(১২তম)
সভাপতি- আব্দুল মালেক উকিল,
সাধারণ সম্পাদক- আব্দুর রাজ্জাক।

কাউন্সিল অধিবেশন ১৯৮১:(১৩ তম)
সভাপতি- শেখ হাসিনা,
সাধারণ সম্পাদক – আব্দুর রাজ্জাক।

কাউন্সিল অধিবেশন ১৯৮৭:(১৪ তম)
সভাপতি – শেখ হাসিনা,
সাধারণ সম্পাদক- বেগম সাজেদা চৌধুরী।

কাউন্সিল অধিবেশন ১৯৯২:(১৫ তম)
সভাপতি- শেখ হাসিনা,
সাধারণ সম্পাদক- জিল্লুর রহমান।

কাউন্সিল অধিবেশন ১৯৯৭:(১৬ তম)
সভাপতি- শেখ হাসিনা,
সাধারণ সম্পাদক- জিল্লুর রহমান।

কাউন্সিল অধিবেশন ২০০২:(১৭ তম)
সভাপতি- শেখ হাসিনা,
সাধারণ সম্পাদক- মো. আব্দুল জলিল।

কাউন্সিল অধিবেশন ২০০৯:(১৮ তম)
সভাপতি- শেখ হাসিনা,
সাধারণ সম্পাদক- সৈয়দ আশরাফুল ইসলাম।

কাউন্সিল অধিবেশন ২০১২:(১৯ তম)
সভাপতি- শেখ হাসিনা,
সাধারণ সম্পাদক- সৈয়দ আশরাফুল ইসলাম।

কাউন্সিল অধিবেশন ২০১৬:(২০ তম)
সভাপতি- শেখ হাসিনা,
সাধারণ সম্পাদক- ওবায়দুল কাদের।

কাউন্সিল অধিবেশন ২০১৯:(২১ তম)
সভাপতি-শেখ হাসিনা,
সাধারণ সম্পাদক- ওবায়দুল কাদের।

♠উপর্যুক্ত লেখাটি শেয়ার করা যাবে মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার নিমিত্তে….
সুমন ঘোষ,ময়মনসিংহ
২৩-০৬-২০২১ খ্রিস্টাব্দ।