শামীম খান গৌরীপুরঃ
মাছের নকল জীবাণুনাশক ওষুধ বাজারজাত করার দায়ে ময়মনসিংহের গৌরীপুরে কামরুল মিয়া নামে এক ব্যাক্তিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার চুড়ালী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান।
জানা গেছে নাভানা ফার্মাসিউটিক্যালের উৎপাদিত মাছের জীবাণুনাশক অ্যাকুয়াসলভ (ধয়ঁধংড়ষাব) ওষুধটি নকল করে কমমূল্যে বাজারজাত করতো কামরুল মিয়া ও তার ভাই শফিকুল ইসলাম। আসল ওষুধের বোতলে মোড়কে দাম ও মেয়াদোর্ত্তীণের তারিখ লেজার প্রিণ্ট কার থাকতো । নকল ওষুধে দাম ও মেয়াদোর্ত্তীর্ণের তারিখ শুধু সিল মেরে দেয়া হত। এ বিষয়ে অভিযোগ পেয়ে সোমবার চূড়ালী গ্রামে শফিকুলের বাড়িতে অভিযান চালিয়ে ২শ বোতল নকল অ্যাকুয়াসলভ ওষুধ জব্দ করা হয়। শফিকুল বাড়িতে না থাকায় তার ছোট ভাই কামরুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নাভানা ফার্মাসিউটিক্যালের রিজিওনাল সেলস ম্যানেজার মিজানুর রহমান বলেন অ্যাকুয়াসলভ ওষুধটির বাজারে ব্যাপক চাহিদা থাকলেও কয়েক মাস ধরে এর চাহিদা কমে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি ইউন ফার্মাসিউটিক্যালের রিপ্রেজেনটিভ শফিকুল ইসলাম ও তার ভাই কামরুল ওষুধটি নকল করে কমমূল্যে বাজারজাত করতো। এতে করে মাছচাষীরা ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি কোম্পানীর সুনামও ক্ষুন্ন হচ্ছিল। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান বলেন অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শফিকুল ইসলাম বাড়িতে না থাকায় তার ভাইকে নকল ওষুধ সহ আটক করার পর জরিমানা করা হয়েছে। জব্দকৃত ওষুধ নষ্ট করা হয়েছে।