১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র সৈয়দ রফিকুল ইসলামে শ্রদ্ধা
২৩, জুন, ২০২১, ৩:৪৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান,গৌরীপুরঃ

আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম।
বুধবার আওয়ামী লীগের দলীয় ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সৈয়দ রফিকুল ইসলাম।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে নেতা-কর্মীদের নিয়ে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন সৈয়দ রফিকুল ইসলাম।
এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে পৌরসভা মিলনায়তনে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোআ মাহফিল অনুুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ নাজিম উদ্দিন, নারী কাউন্সিলর দিলুয়ারা আক্তার দিলু, রোজিনা আক্তার মিতু, সাবেক নারী কাউন্সিলর শিউলী চৌধুরী, ছাত্রলীগ নেতা রাফসান জানি অভি।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সং