তথ্য প্রতিদিন - শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাকুঞ্জে বিদায়ী সেনাপ্রধানকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।
আজ বৃহস্পতিবার (২৪ জুন) আনুষ্ঠানিকভাবে তার স্থলাভিষিক্ত হবেন লে. জেনারেল শফিউদ্দিন আহমেদ।
সকালে তাঁর পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে সেনাকুঞ্জে বিদায়ী সেনাপ্রধানকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা।
সম্মাননা শেষে বিদায়ী গার্ড পরিদর্শন করেন জেনারেল আজিজ আহমেদ। সব আনুষ্ঠানিকতা শেষে একটি গাছের চারা রোপন করেন তিনি।
আজ আনুষ্ঠানিকভাবে তার স্থলাভিষিক্ত হবেন লে. জেনারেল শফিউদ্দিন আহমেদ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল