বার্নাড সরকার।।ধোবাউড়া
জগৎসংসারে সবাই সবাই আপনজন এক আদম-হাওয়ার সন্তান।সন্ধান করলে দেখা যাবে কোনো না কোনোভাবে একে
অপরের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। এই আত্মীয়তার বন্ধন যে-আঁচলে বাঁধা সে আঁচলের খোঁজ পেলেই আসবে মুক্তি। বিধাতার সে আঁচল কোনো মৃত-পুঁথি-কঙ্কালের স্তুপ নয়,এটি অমৃত হিয়ার নিভৃত অন্তরালের দেবালয়
মানুষে মানুষে সমতা ও একতা প্রতিষ্ঠার লোক যেমন সমাজে আছে,তেমনি বিভেদ-বৈষম্য সৃষ্টির লোকর অভাব নেই
স্রষ্টা তাঁর সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সৃষ্টিরূপে মানবজাতিকে সৃষ্টি
করেছেন। তাই সবার উপরে মানুষের মর্যাদা স্বীকার করতে হয়। মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে বিবেচনা করে তার গুরুত্ব অনুধাবন করা দরকার। প্রাণীকুলের মধ্যে অন্তরধর্ম বা অন্তরাআত্মার কারণে মানুষের স্থান সবার উপরে। সবার উপর তার পরিচয় হলো সে মানুষ।
তাইতো কবি বলেছেন,”সবার উপরে মানুষ সত্য,তাহার উপর নেই”।