জহির রায়হান, ময়মনসিংহ :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। এসময় তাদের কাছ থেকে ৩টি তরবারি, ১টি রামদা, ১টি ছুরি, ১টি ডেগার, ১টি সুইচ গিয়ার (চাকু), নগদ ৪৭ হাজার টাকা, ১ টি পাসপোর্ট , ৬টি মোবাইল, ১টি ওয়্যারলেস ফোন এবং ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
র্যাব সুত্রে জানা যায়, ২৩ জুন ২০২১খ্রি. রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আব্দুল বারীক বারী (৪৩) ও আব্দুর রউফ (৪০)কে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে ৩টি তরবারি, ১টি রামদা, ১টি ছুরি, ১টি ডেগার, ১টি সুইচ গিয়ার (চাকু), নগদ ৪৭ হাজার টাকা, ১টি পাসপোর্ট, ৬টি মোবাইল, ১টি ওয়্যারলেস ফোন এবং ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা ঘটনাস্থলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় দস্যুতা করে আসছে। এ সকল অপরাধীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গিবাদ, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারকচক্র, অপহরণ, খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল