ময়মনসিংহ অফিসঃ”
দক্ষ যুব গড়ছেদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”
এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহে জাতীয় যুব দিবস ২০১৯ উদযাপিত হয়েছে।
দিবসের শুরুতে সকাল ৯ টায় এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রাণকেন্দ্র টাউন হল চত্বর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।বিশেষ অতিথি হিসেবে অারো উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি ডঃ আক্কাস উদ্দিন ভূঁইয়া,ময়মনসিংহ জেলার পুলিশ সুপার সদ্য এডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) ও ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ পাঠান।