ময়মনসিংহ অফিসঃ
ময়মনসিংহে রফিক উদ্দিন ভূইয়া জেলা স্টেডিয়ামে ২৪ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট" এবং "বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট"- এর বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট- এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে চ্যাম্পিয়ন হয় শেরপুর বালক (অনু-১৭) জেলা দল এবং রানার্সআপ হয় ময়মনসিংহ বালক (অনু-১৭) জেলা দল।
অপরদিকে ময়মনসিংহ বালিকা (অনু-১৭) জেলা দল চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় শেরপুর বালিকা (অনু-১৭) জেলা দল। উক্ত টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরীফ আহমেদ এমপি, প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; মোঃ ইকরামুল হক টিটু, মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ; এস এ এম রফিকুন্নবী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/ রাজস্ব) এবং মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ। উপস্থিত ছিলেন মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ; অধ্যাপক ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ, ময়মনসিংহ; এহতেশামুল আলম, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ মহানগর শাখা; জেলা প্রশাসন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসকগণ ও সহকারী কমিশনারগণসহ সাংবাদিকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্বগণ এবং বিভিন্ন মহলের ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ। খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলকেই জেলা প্রশাসন, ময়মনসিংহের পক্ষ থেকে অভিনন্দন জানান জেলা প্রশাসক ময়মনসিংহ মোহাম্মদ এনামুল হক ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল