স্টাফ রিপোর্টারঃ
২৬ জুন ২০২১ সকাল ১১ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রাঙ্গনে ময়মনসিংহ রোটারী ক্লাবের আয়োজনে গৌরীপুর উপজেলার লাল মিয়া এবং কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা রোডের রফিকুল ইসলামকে একটি করে অটো থ্রি হুইলার বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু বলেন যে কোন দু:সময়ে মানুষের পাশে দাড়ানো দু:সাহসিক কাজ। রোটারী ক্লাব ময়মনসিংহ বিগত সময়ে এমন অনেক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ যে দুজনকে অটো থ্রি হুইলার বিতরণ করা হলো তাতে করে তাদের পরিবারের অভাব মোচন হবে। ঘুরে দাড়াবে সমাজের এই অসহায় পরিবারগুলো। তিনি বলেন অচিরেই এই দুইটি অটো থ্রি হুইলার এর লাইসেন্স সিটি কর্পোরেশন থেকে তিনি প্রদান করবেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রোটারিয়ান ক্লাবের প্রেসিডেন্ট মো: ইমরান ওমর, প্রেসিডেন্ট ইলেক্ট সজল চন্দ্র, সেক্রেটারী আজিজুর রহমান এজাজ ও অন্যান্য রোটারিয়ানবৃন্দ, চেম্বার অব কমার্সের সহ সভাপতি শংকর সাহা, রোটারেক্ট সদস্য ফরহাদ হাসান খান, রোটারেক্ট সদস্য ফারুক খান পাঠান, রোটারেক্ট সদস্য সৈয়দ কামরুল হাসান, রোটারেক্ট সদস্য মো: নাকিবুল হাসান খান, রোটারেক্ট সদস্য শওকত হোসেন, রোটারেক্ট সদস্য এস.কে,এম জহিরুল হক, রোটারেক্ট সদস্য মাসুম আলম, রোটারেক্ট সদস্য শামসুল আলম, রোটারেক্ট সদস্য মোখলেছুর রহমান, রোটারেক্ট সদস্য আনিসুর রহমান খান।