৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ তারাকান্দায় নানা আয়োজনে যুব দিবস পালিত
১, নভেম্বর, ২০১৯, ৮:০৭ অপরাহ্ণ -

তারাকান্দা প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় নানা আয়োজনের মধ্যে দিয়ে “দক্ষ যুব গড়ছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে (১ নভেম্বর) শুক্রবার জাতীয় যুব দিবস (২০১৯) পালিত হয় ।
অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, র্য্যালী, যুব ঋণের চেক ও যুব কল্যাণ তহবিলের অনুদানে চেক বিতরণ । উক্ত র্য্যালীটি তারাকান্দা থানা প্রঙ্গন থেকে বেড় হয়ে মহাসড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় ৫ জনকে ৩ লক্ষ ৬০ হাজার টাকার চেক ও অভিযাত্রা সমাজ কল্যান সমিতিকে ২০ হাজার টাকার চেক অনুদান দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন , তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ফজলুল হক , তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার সারমিন সুলতানা , উপজেলা যুব উন্নয়ন অফিসার রমিজ উদ্দিন আহম্মেদ , তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ , উপজেলা আ•লীগের সভাপতি বাবু প্রদীব কুমার (চক্রবর্তী), সাবেক যুবলীগের প্রতিষ্ঠাতা আহব্বায়ক মোজ্জামেল হক, যুব উন্নায়ন অফিসের সহকারী লিটন চৌধরী প্রমূখ ।

ময়মনসিংহে নৃশংস হত্যা রহস্য উদঘাটন ডিবি ও কোতোয়ালী পুলিশের অভিযানে হত্যাকারী গ্রেপ্তার

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের অনুমোদন । তবুও গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬ বর্যপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিসের অনুমোদন গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।