তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দায় নানা আয়োজনের মধ্যে দিয়ে “দক্ষ যুব গড়ছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে (১ নভেম্বর) শুক্রবার জাতীয় যুব দিবস (২০১৯) পালিত হয় ।
অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, র্য্যালী, যুব ঋণের চেক ও যুব কল্যাণ তহবিলের অনুদানে চেক বিতরণ । উক্ত র্য্যালীটি তারাকান্দা থানা প্রঙ্গন থেকে বেড় হয়ে মহাসড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় ৫ জনকে ৩ লক্ষ ৬০ হাজার টাকার চেক ও অভিযাত্রা সমাজ কল্যান সমিতিকে ২০ হাজার টাকার চেক অনুদান দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন , তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ফজলুল হক , তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার সারমিন সুলতানা , উপজেলা যুব উন্নয়ন অফিসার রমিজ উদ্দিন আহম্মেদ , তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ , উপজেলা আ•লীগের সভাপতি বাবু প্রদীব কুমার (চক্রবর্তী), সাবেক যুবলীগের প্রতিষ্ঠাতা আহব্বায়ক মোজ্জামেল হক, যুব উন্নায়ন অফিসের সহকারী লিটন চৌধরী প্রমূখ ।