২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ গণমাধ্যম, ফিচার ময়মনসিংহের প্রথম বহুল প্রচলিত ও তুমুল জনপ্রীয় radio station Radio 19.কিছু না কিছু কাজ করার চেষ্টা করে থাকে।
১, নভেম্বর, ২০১৯, ৮:২৭ অপরাহ্ণ -

আনোয়ার হোসেনঃ

ময়মনসিংহের প্রথম বহুল প্রচলিত ও তুমুল জনপ্রীয় radio station Radio 19. সামাজিক দায়বদ্ধতা থেকে সবসময় radio 19কিছু না কিছু কাজ করার চেষ্টা করে থাকে। সেই ধারাবাহিকতা বা সেই দায়বদ্ধতা থেকে অাজ বৃহস্পতিবার ৩১/১০/১৯ তারিখ সকাল ৮ টায় Radio19 পরিবারের পক্ষ থেকে ফুলবাড়িয়া রাধাকানায় গ্রামে প্রতিবন্ধী চার বোনদের জীবন আরেকটু সহজ করতে ৪ টা হুইল চেয়ার ও শীতের কম্বল দেয়া হয়….

এসময় উপস্থিত ছিলেন Radio 19 প্রধান নির্বাহী রনি রাসেল ও অনুষ্ঠান প্রধান আসাদুজ্জামান রুবেল।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার কবি আলী ইউসুফ, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক


আব্দুল মোমেন, বিডি ক্লিন ময়মনসিংহ এর বিভাগীয় সমন্বয়ক মতিউর রহমান ফয়সাল, হেল্পপ্লাস ময়মনসিংহ সাফরান আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক আব্দুল মুহিত, কবি কাব্য সুমি সরকার. মোঃ সাজ্জাদ হোসেন (রাসেল) প্রভাষক, শাপলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ফুলবাড়িয়া। ও বিশিষ্ট শিল্প পতি ও সংগঠক সৈয়দ ওমরান আহমেদ সহ সমাজের নানা স্রেনী পেশার লোক জন উপস্থিত ছিলেন।
এই সময় Radio 19 এর প্রধান
রনি রাসেল বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook এর একটি পোস্ট থেকে আমরা জানাতে পারি এই প্রতিবন্ধী চার বোনের কথা। সাথে সাথেই আমার ছুটে যায় তাদের বাড়ি তে
এবং শুনী তাদের জীবনের গল্প
এই চার বোন তারা বলে তাদের ঐ ঘর টি তাদের পৃথিবী এটা শুনে আমরা চিনতা করি একটি হুইল চেয়ার হলে অন্তত পক্ষে আলোর এই পৃথিবী টা ত দেখতে
পারবে. প্রতিবন্ধী দের অবহেলার চোখে নয় এরা সমাজের প্রতিনীধি. এদের কে নিজ পরিবারের সদস্য হিসাবে
গ্রহণ করুন।
আশা রাখছি খুব দ্রুত এই বোনদের থাকার একটা চিরস্থায়ী ব্যবস্থা হবে।
আপনারা সবাই আমাদের সাথে থাকুন.
সকল আবেগ সকল অনুভূতিতে Radio 19 আছে সবসময় আপনাদের পাশে।