ময়মনসিংহ অফিসঃ
করোনা ভাইরাস রোধে সরকার কতৃক আরোপিত বিধিনিষেধ অমান্য করে দোকানের ভেতরে বসিয়ে খাওয়ানোর অভিযোগে আজ বেলা ৪ টায় নতুনবাজার ও গাঙ্গিনাপাড় এলাকার তিন রেঁস্তোরাকে ৩টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পরিধানে জনসাধারণকে সচেতন করেন।
তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার নির্ধারিত বিধিসমূহ নিশ্চিতে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। তিনি আরো জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল