তথ্যপ্রতিদিন.কমঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে চার ডাকাত ও মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে থেকে বিভিন্ দেশীয় অস্ত্র ও ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার এ সব অপরাধীদের গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের নির্দেশে ডিবি পুলিশ আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদক বিরোধী নিয়মিত অবিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ডিবির এসআই জাহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার রাতে বিভাগীয় শহরে অভিযানকালে গোপন সুত্রে খবর পায় রহমতপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ডিবির ঐ অফিসার তাৎনিক এ খবর ডিবির ওসি শাহ কামাল এবং তার মাধ্যমে উর্দ্বতন পুলিশ কর্মকর্তাকে অবহিত করে। উর্দ্বতন কর্মকর্তা ও ডিবির ওসি নির্দেশে ডিবির এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাৎনিক অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ রাহাত, সাজু মিয়া, রুবেল মিয়া ও নয়ন মিয়া। অপর অভিযানে এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ শহরের ষ্টেশন রোড থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ইমন মিয়াকে গ্রেফতার করে। তার বাড়ি গোহাইলকান্দি। এছাড়া এসআই মোঃ মনিরুজ্জামান, এএসআই আনোয়ার হোসেন সংগীয় ফোর্সসহ ভালুকার লবন কোটা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামকে গ্রেফতার করে। তার বাড়ি কক্সবাজার জেলা সদরে। এ সব ডাকাত ও মাদক ব্যবসায়ীদের নামে পৃথক মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।