১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে চোর দলের সক্রিয় সদস্য ও এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
২৯, জুন, ২০২১, ৫:৪১ অপরাহ্ণ - প্রতিনিধি:

জহির রায়হান, ময়মনসিংহ :
ময়মনসিংহের র‌্যাব-১৪’র পৃথক অভিযানে চোরাই দলের সক্রিয় সদস্য ও এক মাদক ব্যবায়ীকে গ্রেফতার করেছে। ২৭ জুন ২০২১ইং তারিখ ময়মনসিংহের পাগলা থানাধীন বারৈগাঁও এলাকা থেকে পেশাদার সংঘবদ্ধ চোরাই দলের সক্রিয় সদস্য রিপন @ কিরিছ রিপন (৩০)-কে গ্রেফতার করে। অপরদিকে নগরীর শম্ভুগঞ্জ এলাকা মোঃ আলমগীর হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
জানা যায়, র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ  বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৭ জুন ২০২১ইং র‌্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল এডি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে ময়মনসিংহের পাগলা থানাধীন বারৈগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার সংঘবদ্ধ চোরাই দলের সক্রিয় সদস্য রিপন @ কিরিছ রিপন (৩০)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার হেফাজত হতে ১টি মোটরসাইকেল ও ২টি মোবাইল ও ২টি সীম কার্ড উদ্ধার করতে সক্ষম হন।  প্রাথমিকভাবে জানা যায় যে, উক্ত ধৃত আসামী একজন কুখ্যাত দুরদর্শী সন্ত্রাসী, সে এলাকায় চুরি, ছিনতাই, অপহরণ, হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম, চাঁদাবাজী, মোটর সাইকেল সহ অন্যান্য চোরাই মালামাল ক্রয় বিক্রয় সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। অপরদিকে ২৭ জুন ২০২১ খ্রিঃ র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকায় গোপন সংবাদের মোঃ আলমগীর হোসেন (২৪)-কে গ্রেফতার করেন। এসময় তার হেফাজত হতে ২০ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাসহ বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। এব্যাপারে র‌্যাব বাদী হয়ে পাগলা থানায় ও কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।