তথ্য প্রতিদিন. কমঃ
করোনা মহামারিতে আওয়ামী লীগ সরকার মানুষের পাশে আছে, আগামীতেও মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে উত্থাপিত আগামী ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি কথা জানান।
শেখ হাসিনা বলেন, আমাদের সরকার সংকটকালে দেশের মানুষের পাশে আছে। মানুষের পাশে থাকবে। জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি যে, জীবন-জীবিকার সুরক্ষা দেওয়া ও অর্থনৈতিক পুনরুদ্ধারে কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন হলে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেবো। মানুষের পাশে আমরা দাঁড়াবো।
বাজেটর উপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, এমন সময় আমরা বাজেট দিয়েছি যখন করোনায় সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত। এই সময়ের মধ্যেই আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হতে সক্ষম হয়েছি। অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন যাতে গতিশীল থাকে সেদিকে লক্ষ্য রাখা হয়েছে।
করোনাভাইরাসে সারা বিশ্ব যখন ক্ষতিগ্রস্ত এমন সময় আমরা বাজেট দিয়েছি। একদিকে সারা বিশ্ব করোনায় আক্রান্ত, অপরদিকে আমাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়।
সৌজন্যে, mp news