৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ শেরপুর শেরপুরের নকলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে
১, নভেম্বর, ২০১৯, ৯:৩৪ অপরাহ্ণ -

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের নকলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পহেলা নভেম্বর শুক্রবার “যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং বন্ধু যুব উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে, পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বাবুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার; উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম; যুব উন্নয়ন কর্মকর্তা মো. মকবুল হোসেন, জেলা পরিষদ সদস্য মো. ছানুয়ার হোসেন; উপজেলা কৃষক লীগের আহবায়ক মো. ফরিদুল আলম আজাদ, গৌড়দ্বার ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন খান মুকুল, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম সোহেল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেভিড প্রমুখ।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বন্ধু যুব উন্নয়ন সংস্থায় ও ন্যাশনাল সার্ভিসে কর্মরত যুবক ও যুবনারী, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ এলাকার গান্যমান্যরা উপস্থিত ছিলেন।