বেলা ২ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্মবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়ঃ
*২০১৯-২০২০ অর্থবছরের বকেয়া হিসেবে দাবিকৃত হোল্ডিং ট্যাক্স মওকুফ।
* ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত দাবিকৃত কর হতে ৪০% হ্রাসকরণ।
* ২০২০-২০২১ অর্থবছরের আদায়যোগ্য হোল্ডিং করের উপর ১০% অতিরিক্ত রিবেট প্রদান।
* আপত্তি ফরমের মূল্য ৬০০/- থেকে ২০০/- টাকায় পুনঃনির্ধারণ এবং ইতোমধ্যে যারা ফর্ম ক্রয় করেছেন তাদের ফর্মের অতিরিক্ত মূল্য ট্যাক্সের সাথে সমন্বয় করা হবে । এছাড়া, ঋণের মাধ্যমে বাড়ি নির্মাণ করলে, অধিক পুরাতন বাড়ি হলে, তথ্য বা পরিমাপগত ভুল থাকলে রিভিউয়ের মাধ্যমে বিবেচনার যোগ্য হবেন।
* সকল কাঁচাবাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ।
সভায় মেয়র বলেন, সম্মানিত নাগিরিকবৃন্দের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হয়েছে। তিনি আশা করেন অতীতের মত ভবিষ্যতেও নাগরিকবৃন্দ সিটি কর্পোরেশনের পাশে জনপ্রত্যাশা পূরণে সহযোগিতা করবেন।
সভায় প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।