১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা কঠোর লকডাউনের মেয়াদ বাড়ল আরো ৭ দিন
৫, জুলাই, ২০২১, ৪:৩০ অপরাহ্ণ - প্রতিনিধি:

করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ আরো ৭ দিন বাড়ানোর পরামর্শ দিয়ছিলো করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি।

রোববার রাতে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ mp news কে এ তথ্য নিশ্চিত করে বলেন, এটাতো বলার দরকার নেই যে, পরামর্শের ওপর ভিত্তি করে সরকার এই কঠোর লকডাউন দিলো। সেখানে জাতীয় কমিটি ১৫ দিনের কথা বলেছিল।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১ জুলাই থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। যা চলবে ৭ জুলাই মধ্যরাতে পর্যন্ত।