১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহের সদর উপজেলার সাধারণ মানুষের সুরক্ষা দিতে ও লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম
৬, জুলাই, ২০২১, ১০:০৯ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহের সদর উপজেলার সাধারণ মানুষের সুরক্ষা দিতে ও লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম নিয়মিত প্রথম কর্ম দিবসেই মাঠ চষে বেড়াচ্ছেন।

সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহারেও উৎসাহিত করছেন ইউএনও। সদর উপজেলার সমস্ত কার্যক্রম মনিটরিং ও লকডাউন পরিস্থিতি মাঠে নেমে তত্ত্বাবধায়ন সহ পরিদর্শন করছেন।

সোমবার (৫ জুলাই) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় করোনায় বিধিনিষেধ মেনে চলার জন্য সচেতনতা তৈরিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলার বিভিন্ন হাট বাজার পাড়া মহল্লা ঘুরে বেড়িয়েছেন তিনি।