ময়মনসিংহের সদর উপজেলার সাধারণ মানুষের সুরক্ষা দিতে ও লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম নিয়মিত প্রথম কর্ম দিবসেই মাঠ চষে বেড়াচ্ছেন।
সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহারেও উৎসাহিত করছেন ইউএনও। সদর উপজেলার সমস্ত কার্যক্রম মনিটরিং ও লকডাউন পরিস্থিতি মাঠে নেমে তত্ত্বাবধায়ন সহ পরিদর্শন করছেন।
সোমবার (৫ জুলাই) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় করোনায় বিধিনিষেধ মেনে চলার জন্য সচেতনতা তৈরিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলার বিভিন্ন হাট বাজার পাড়া মহল্লা ঘুরে বেড়িয়েছেন তিনি।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল